Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। বৈঠকে মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আমির তা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর