ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৭৪ জন এবং নারী ২১২ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৬ হাজার ৬৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এর আগে, গতকাল বুধবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।