ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতে আহত ব্যাটারিচালিত রিকশাচালক আকরাম হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া বাঁশপট্টি এলাকায় ঘটনাটি ঘটে। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
পথচারী শামীম মিয়া জানান, ভোর আনুমানিক ৩টার দিকে ওই এলাকায় আহত রক্তাক্ত অবস্থায় পরে ছিল আকরাম। পাশেই তার রিকশাটি পরে ছিল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার গলায় গুরুতর আঘাত থাকায় কথা বলতে পারেননি। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা রিকশা নিতেই তাকে ছুরিকাঘাত করে।’
মৃত আকরাম হোসেনের ভাবী রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুর জেলার বকষীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচড় জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতো।
তিনি আরও বলেন, ‘সকালে আমরা খবর পাই আকরাম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে আছে। পরে আমরা হাসপাতালে এসে আহত অবস্থায় পাই। বিকেলে তার অস্ত্রাপচার করেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাতে জাওলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজন ছেলেকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’