Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কদমতলীতে স্কুলের বাউন্ডারি ভেঙে শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় একটি স্কুলের নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভেঙে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি স্কুলটির সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কদমতলীর মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা অপর শিক্ষক আবুল হোসেন জানান, তিনি এবং মোস্তাফিজুর মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। বিদ্যালয় ও ঈদগাঁ মাঠ একইসঙ্গে। বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের কাজ চলছিল। তারা দু’জনসহ কয়েকজন কাজ দেখাশুনা করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ বাউন্ডারি দেয়াল ভেঙে মোস্তাফিজুর রহমানের উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

বিজ্ঞাপন

মোস্তাফিজুরের ভাতিজা শরিয়তুল্লাহ জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। বাবার নাম সিরাজুল ইসলাম। বর্তমানে মুরাদপুর বিদ্যালয়ের পাশে ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী এলাকা থেকে সহকর্মীরা ওই শিক্ষককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ওপর বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ভেঙে পড়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

শিক্ষক নিহত স্কুলের বাউন্ডারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর