Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: শিবির সেক্রেটারি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৪

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, ‘জাকসুকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিছু মহল। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে। ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না, ভস্মীভূত হয়ে যাবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, ‘শিক্ষার্থীরা ভোট দিয়েছে, তারা তাদের অধিকার বুঝে নেবে। যারা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে, বিশেষ করে ছাত্রদল, তাদের প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হতে হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর