Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থান ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন বলসোনারোর দোষ প্রমাণিত হয়েছে বলে মত দেন। তবে একজন বিচারপতি তাকে খালাস দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয় এড়াতে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো। তার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়, যার সবগুলোতেই তিনি দোষী সাব্যস্ত হন।

বিজ্ঞাপন

অভিযোগগুলো হলো— সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের চেষ্টা, অভ্যুত্থানের ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ধ্বংস ও সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানে ক্ষতি সাধন।

২০২৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে লুলা দা সিলভা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে এর এক সপ্তাহ পর, ৮ জানুয়ারি হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় হামলা চালায়। তারা কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে ভাঙচুর করে। নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, সাবেক সেনা কর্মকর্তা জাইর বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বলসোনারোর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

সারাবাংলা/এসডব্লিউ

জাইর বলসোনারো ব্রাজিল সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

বিজ্ঞাপন

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

আরো

সম্পর্কিত খবর