Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪২

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এসময় মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি একটি ব্যাগ বহন করে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বাসিন্দা মো. হাসান (২৫), এনাম করিম (২৫), মো. আয়াস (২১)।

বিজ্ঞাপন

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি)  বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানায়, ঘনঘন বিজিবির অভিযানে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার কার্যক্রম অনেকাংশে কমে এসেছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

সারাবাংলা/এসএস

আটক ইয়াবা রোহিঙ্গা

বিজ্ঞাপন

জাকসু নির্বাচনে ৫ হলের ফলাফল প্রকাশ
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর