Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ বন্দরে ঢুকে কনটেইনার থেকে কাপড় চুরির সময় ধরা

স্পেশাল করেসপন্ডেন্টে
১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫১

সাইফুল ইসলাম রুবেল।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের ভেতরে রাখা কনটেইনার থেকে মালামাল চুরির সময় ট্রাকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি করা মালামালের পাশাপাশি ইয়াবাও পাওয়া গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ১৩ নম্বর শেড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সাইফুল ইসলাম রুবেল (৩৪) জব্দ করা ট্রাকটির মালিক। তিনি একটি বেসরকারি শিল্পকারখানার জন্য আমদানি করা শিট কয়েল পরিবহনের জন্য বন্দরের ভেতরে ঢুকেছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, বন্দরের জিসিবির ১৩ নম্বর শেডে রাখা কনটেইনারটি আমদানি পণ্য খালাসের জন্য অপেক্ষমাণ ছিল। সাইফুলসহ কয়েকজন লোক মিলে কনটেইনারটির নিল ভেঙে মালামাল বের করে ট্রাকে তোলার বিষয়টি নিরাপত্তা বিভাগের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

বিজ্ঞাপন

এরপর বন্দরের নিরাপত্তা বিভাগের একটি টিম সেখানে গিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ওই কনটেইনার থেকে চুরি করা ৭টি কাপড়ের রোল ও ৪ পিস ইয়াবা এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক সাইফুলকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে সচিব জানান।

সারাবাংলা/আরডি/এইচআই

কনটেইনার কাপড় চুরি বন্দর

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর