নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল দেশটির সংসদ ভেঙে আগামী ২০২৬ সালের ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্ট কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।
গত সপ্তাহে জেন-জির নেতৃত্বাধীন দুর্নীতি বিরোধী আন্দোলনের সহিংসতায় অন্তত ৫১ জন নিহত ও ১ হাজার ৩০০-র বেশি আহত হন। সহিংসতা থামানোর উদ্দেশ্যে টানা আলোচনার পর প্রেসিডেন্ট পৌডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনের নেতৃত্ব এক সমঝোতায় পৌঁছান। এর পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগ করেন।
নেপালের সহিংসতার সূচনা হয়েছিল মূলত সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত থেকে, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। দেশটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে শুক্রবার।
প্রসঙ্গত, ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপাল রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংকটে ভুগছে। কর্মসংস্থানের অভাবে প্রতিবছর লাখো তরুণ মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো দেশে কাজের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।