Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি: ছাড়পত্র পেল আরও ২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৮

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুইজন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শিক্ষার্থী দুইজন হলো- হাফসা খান (১১) ও রাইয়ান (১৪)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় হাফসা ও রাইয়ান হাসপাতালে ভর্তি হয়েছিল। দুজনের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন তারা দুজন সেরে উঠেছে। এজন্য আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে। এখনও ভর্তি রয়েছে ১১ শিক্ষার্থী। আর ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ২০ জনের।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

২ শিক্ষার্থী ছাড়পত্র মাইলস্টোন ট্র্যাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর