Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩

সাম্যবাদী আন্দোলনের মানববন্ধন

নোয়াখালী: সারাদেশে মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, সহিংসতা ও দ্রুত নির্বাচনের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য দেন সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য সাহাদাত হোসেন রিকাউনসহ অনেকে।

বক্তারা আরও বলেন, দ্রুত নির্বাচন না দিলে দেশে অরাজকতা পরিস্থিতি আরও বাড়বে। যে লক্ষ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে ,তা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দেশজুড়ে মব সন্ত্রাস, সহিংসতা, আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের উর্ধগতিসহ বৈষম্য বেড়েই চলছে। সরকার কোনো কিছুরই নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষ কোনোভাবে শান্তি পাচ্ছে না। দিন দিন বেকার বাড়ছে, দরিদ্র বাড়ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

নোয়াখালী মানববন্ধন সাম্যবাদী আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর