ঢাকা: পুঁজিবাজারে গত সপ্তাহটি (৭-১১ সেপ্টেম্বর) ছিল বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক। সপ্তাহজুড়ে সূচকের পতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই সূচক ও লেনদেন কমেছে। এর প্রভাবে বাজার মূলধন কমেছে প্রায় ৯ হাজার ২১০ কোটি টাকা। সার্বিকভাবে, বিদায়ী সপ্তাহটি দেশের পুঁজিবাজারের জন্য নেতিবাচক প্রবণতাই প্রকাশ করেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত বিক্রয় বেশি হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। সেই তুলনায় ক্রেতার সংখ্যা কম ছিল।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯০.৫০ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, যার ফলে সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ কমেছে ৩১.৬৮ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ, ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৩৩.৭৫ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ এবং এসএমই সূচক কমেছে ২০.১৩ পয়েন্ট বা ২.১২ শতাংশ।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ২৪ হাজার ৬১৩ কোটি ৫৯ লাখ টাকা। আগের সপ্তাহে এটি ছিল ৭ লাখ ১৭ হাজার ৭৯২ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ এই এক সপ্তাহে মূলধনে ঘাটতি দেখা দিয়েছে ৩ হাজার ১৮০ কোটি ২৯ লাখ টাকা।
লেনদেনের পরিমাণেও ছিল পতন। বিদায়ী সপ্তাহে ডিএসই-তে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৭৪৩ কোটি ৪১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসই-তে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির শেয়ার দর বেড়েছে, ২৫০টির কমেছে এবং ৩৫টির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি। ১৬টি কোম্পানির শেয়ার লেনদেনই হয়নি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই রকম চিত্র। সেখানে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮৩.১৫ পয়েন্ট বা ১.১৬ শতাংশ, যার ফলে সূচক দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে। সিএসই-৩০, সিএসসিএক্স ও সিএসআই সূচকগুলো যথাক্রমে ১.৩৭, ১.২৬ এবং ১.৩৬ শতাংশ করে কমেছে। তবে এসএমই সূচক বেড়েছে ৩.০২ শতাংশ।
সিএসই’র বাজার মূলধন এক সপ্তাহে ৭ লাখ ৩৪ হাজার ৮২৮ কোটি ২৬ লাখ টাকা থেকে কমে হয়েছে ৭ লাখ ২৮ হাজার ৭৯৭ কোটি ৮৪ লাখ টাকা, যার মানে হলো ৬ হাজার ৩০ কোটি ৪২ লাখ টাকার হ্রাস।
লেনদেনের পরিমাণেও দেখা গেছে নিম্নগতি। বিদায়ী সপ্তাহে সিএসই-তে মোট লেনদেন হয়েছে ৯২ কোটি ২৬ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ১০০ কোটি ২৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৭ কোটি ৯৭ লাখ টাকা।
সিএসই-তে এ সপ্তাহে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির শেয়ার দর।