Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোহরদীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এ আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন হারুন, মনোহরদী পৌরসভা বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল,  সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি বিএনপি নেতা গোলাম মোস্তাফা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাদের ক্রেস্ট প্রদান করা হয়।

সারাবাংলা/এসআর

জিপিএ-৫ মনোহরদী সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর