লালমনিরহাট : সাত দিন আগে প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন এক ভারতীয় তরুণী। এসে তিনি প্রতারণার শিকার হন। এ ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে তরুণীকে ভারতে ফেরত পাঠায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের সহায়তায় তাকে ভারত ফেরত পাঠানো হয়েছে।
ভোক্তভোগী তরুণী ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। তিনি সেখানকার কলেজের অর্নাস পুড়ুয়া ছাত্রী।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেড় বছর ধরে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ সেপ্টেম্বর চোরাকারবারিদের সহায়তায় তিনি লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। কিন্তু বাংলাদেশে প্রবেশের পরই প্রেমিক রবি পালিয়ে যান। নিরুপায় হয়ে তিনি বাংলাদেশে থাকা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
তরুণী জানান, ফেসবুকে রবির সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়, প্রেমের সম্পর্ক গড়ে উঠে । তাকে বাংলাদেশে আসতে বলেন। পরে রবি তাকে কৌশলে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে আসার পর রবি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
তরুণীর অভিযোগ, তাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে পাচার করার উদ্দেশ্যেই রবি বাংলাদেশে নিয়ে আসে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজাহান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ফেরত পাঠানো হয়েছে।