Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলামোটরে আওয়ামী লীগের মিছিল, ১১ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলামোটরে মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

আদালতের হাজিরের পর তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই হাফিজুর রহমান। পরে শুনানি শেষে ১১ জনকেই কারাগারে পাঠান বিচারক। এর আগে, ১২ সেপ্টেম্বর মিছিল শেষে পালানোর সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী নাদিম তালুকদার, ভোলা জেলার ছাত্রলীগ নেতা মো. শুক্কুর হাওলাদার, ঢাকা জেলা ছাত্রলীগকর্মী মো. নাজমুল, ব্রাক্ষণবাড়িয়ার ছাত্রলীগ নেতা মো. জুয়েল, টাঙ্গাইলের ছাত্রলীগকর্মী মো. রানা, মাদারীপুরের ছাত্রলীগ নেতা শিহাব মুন্সি, কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান, মো. নাবেদ আহম্মেদ নব, নেত্রকোনার মো. রোমান মিয়া ও ময়মনসিংহের সঞ্জিব ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর রমনা থানার রুপায়ন টাওয়ারের সামনে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা করেন তারা। যা সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর