Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
যে সমীকরণে সুপার ফোরে খেলতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৯

জটিল সমীকরণের সামনে বাংলাদেশ

হংকংয়ের বিপক্ষে জয়ে সুপার ফোরে খেলার পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে শ্রীলংকার বিপক্ষে বড় হারে ধাক্কা খেল বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন। সুপার ফোরে পৌঁছাতে হলে জটিল সমীকরণ মেলাতে হবে লিটন দাসের দলকে।

এই মুহূর্তে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আফগানিস্তান, ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলংকা। নেট রান রেটে আফগান ও লংকানরা অনেকটাই এগিয়ে বাংলাদেশের চেয়ে।

সুপার ফোরে পৌঁছাতে হলে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। একই সঙ্গে আফগানদের বিপক্ষে ম্যাচে লংকানদের জয় পেতে হবে। তখন ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আফগানদের চেয়ে এগিয়ে থাকবে, ৬ পয়েন্ট পাওয়া শ্রীলংকার সঙ্গে সুপার ফোরে পৌঁছে যাবে টাইগাররা।

বিজ্ঞাপন

আফগানদের কাছে হেরে গেলে কার্যত শেষই হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরে খেলার স্বপ্ন। তখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে। হংকং ও আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ, হংকং ও শ্রীলংকার পয়েন্ট হবে ২। রান রেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।

নেট রান রেটে এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের রান রেট -০.৬৫০। শীর্ষে থাকা আফগানদের রান রেট +৪.৭০০, শ্রীলংকার + ২.৫৯৫। রান রেটে এই দুই দলকে টপকাটে শেষ ম্যাচে বিশাল জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

আগামী ১৬ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর