Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৬

চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

চুয়াডাঙ্গা: তারুণ্যের উৎসব, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগীতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি একলাছ উদ্দীন সুজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। উদ্বোধনী টুর্নামেন্টে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দল অংশ নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

উদ্বোধন জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর