চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
খোরশেদ আলম (৫৫) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। ২০২৪ সালের ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আগে একবার তিনি বাঁশখালী উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম সারাবাংলাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে খোরশেদ আলমের বিরুদ্ধে কোতোয়ালী ও বাঁশখালী থানায় একাধিক মামলা আছে।