রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের লাশ পোড়ানোর মামলায় নজরুল ইসলাম নজির (৩৩) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের নগরকান্দা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতার নজরুল ইসলাম নজির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়া গ্রামের আকবর শেখের ছেলে। তার বিরুদ্ধে মরদেহে তেল ছিটানোর অভিযোগ রয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে নুরাল পাগলার মরদেহ তেল ছিটানোর ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই মামলায় মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া কাউকে ধরা হচ্ছে না। ঘটনায় জড়িত নন এমন কারও আতঙ্কিত হওয়ার কারণ নেই।
৫ সেপ্টেম্বরের হামলায় একজন নিহত এবং ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত আহত হয়। হামলায় পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ৬ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার (২৭) বাবা আজাদ মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত নজরুলসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।