Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন: বাবর

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৪

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাবর বলেন, ‘ইনশাআল্লাহ্, তিনি শিগগিরই দেশে ফিরবেন। আপনারা সবাই দোয়া করবেন।’

সাড়ে ১৭ বছর কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পাওয়া বাবর জানান, বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তার সঙ্গে দলে ছিলেন সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান ও মাহবুব সাহেব। আরেকজন সদস্য অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের আসার উদ্দেশ্য কিছু উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করা। অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করার অংশ হিসেবে আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

বাবর জানান, আলোচনায় প্রতিবেশী দেশের একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক এবং সেটি বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হতে পারে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ও আলোচনায় উঠে আসে।

এছাড়া সম্প্রতি সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বাবর বলেন, সাধারণত কনস্টেবল, এসআই ও এএসপি পদে নিয়োগ হয়। কিন্তু এবার এএসআই নিয়োগ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যৎ পদোন্নতি ব্যবস্থায় অসংগতি তৈরি করতে পারে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে বাবর বলেন, ‘তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন।’

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘স্যারের (বাবরের) সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। আজ সৌজন্য সাক্ষাতেই আলোচনা হয়েছে। পারিবারিক ও নানা বিষয় নিয়েও কথা হয়েছে। রাষ্ট্রীয় কিছু প্রসঙ্গ আলোচনায় এলেও সেটি বড় পরিসরে নয়।’

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর