Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৩ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৭

বন্যায় প্লাবিত গ্রাম। ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিনে বাড়বে বলে আশঙ্কা করছে বাংলাদেশ বন্যা-পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বেড়ে নিম্নাঞ্চলে পানি ঢুকতে পারে। একই সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে এসব এলাকার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতলও আগামী তিন দিনে বাড়তে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ফেনী ও চট্টগ্রামের নদী-সংলগ্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের শঙ্কা তৈরি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের এই সতর্কবার্তায় স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

টপ নিউজ তিস্তা দুধকুমার নদী বন্যার পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর