Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে একশিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে একশিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১৪সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতালের এনআইসিএইচই’তে মারা যায় নবজাতক ছেলেটি।

এর আগে এদিন সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে একনারী ছয় সন্তানের জন্ম দেন।

একশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, ছয় নবজাতকের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি তিন জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে থাকা এক শিশু সন্ধ্যায় মারা গেছে। বর্তমানে ঢামেকে আছে এক শিশু।

বিজ্ঞাপন

ফারাজানা জানান, নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী প্রিয়া। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। সেখানে আল্ট্রাসানোগ্রাফির মাধ্যমে জানতে পারেন, একটি বা দু’টি নয়, পাঁচ সন্তান গর্ভে রয়েছে তার।

তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সর্বশেষ গতরাতে ব্যাথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলের এনে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে স্বাভাবিকভাবে ছয় সন্তান প্রসব করেন তিনি।

এদিন দুপুরে ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহের চলছিল তার। বাচ্চাগুলো অপরিপক্ক ছিল। যাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছয় শিশু ঢামেকে মৃত্যু

বিজ্ঞাপন

কুমিল্লায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭

আরো

সম্পর্কিত খবর