খুলনা: খুলনার সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালীর বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।