Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে নারীসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২

গ্রেফতার দু’জন হলেন মিজানুর রহমান ও রুজিনা বেগম। ছবি: সংগৃহীত

ঢাকা: এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর কোতয়ালি থানাধীন রায় সাহেব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার দু’জন হলেন- মো. মিজানুর রহমান (৩৮) ও রুজিনা বেগম (২৯)।

তালেবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী মো. সৈয়দ আলীর দোকানে রুজিনা বেগম নিয়মিতভাবে কোর্টের কাজে যাওয়ার পথে যাতায়াত করতেন। এ সময় রুজিনা স্বল্পমূল্যে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখান। গত ৯ আগস্ট সকালে রুজিনা মোবাইল ফোনে বাদীকে পুনরায় প্রস্তাব দেন। একইদিন বিকেল সাড়ে ৪টায় তিনি বাদীকে ডেমরা থানাধীন শানারপাড় স্ট্যান্ডে নিয়ে যান। সেখানে একটি সাদা মাইক্রোবাসে অবস্থানরত সাত থেকে আট অজ্ঞাত ব্যক্তি বাদীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ সময় চোখ-মুখ বেঁধে খুন ও জখমের হুমকি দিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার পর বাদীকে একটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করে, ছবি ও ভিডিও ধারণ করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদীর মানিব্যাগ থেকে ২৬ হাজার টাকা, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে মোট ১ লাখ ২৫ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়। এর পর সেদিনই রাত ১০টার দিকে অপহরণকারীরা বাদীকে মৌচাক মোড়ে ছেড়ে দেয়। পরে তিনি চিকিৎসা নিয়ে ১৪ সেপ্টেম্বর কোতয়ালি থানায় মামলা করেন। পরে পুলিশ প্রধান আসামি মিজানুর এবং রুজিনাকে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার দু’জন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা ভুক্তভোগীকে অপহরণের পর খুন-জখমের ভয় দেখিয়ে চাঁদা আদায় করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম

গ্রেফতার নারী

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর