Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের তালিকায় ঢাকা ১৯তম, শীর্ষে লাহোর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: নানান কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা দূষণের তালিকায় শীর্ষের দিকেই থাকে। তবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল ১০টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ৮১, যা দূষণের দিক থেকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। এ অবস্থানে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯তম স্থানে রয়েছে।

এদিকে একই সময়ে ১৬৭ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে ফিলিপাইনের ম্যানিলা (১৫৩ স্কোর), তৃতীয় উগান্ডার কাম্পালা (১২৭), চতুর্থ ইন্দোনেশিয়ার বাটম (১২৩) এবং পঞ্চম অবস্থানে বাহরাইনের মানামা (১১৭)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
১১ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬

আরো

সম্পর্কিত খবর