Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট অফিস থেকে গ্রেফতার ৪ দালালের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪

কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতার চার দালাল।

ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ জনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
এ বিষয়ে র‌্যাব-২ এসপি আছাদুজ্জামান বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীগণ তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এমনকি কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে।
তিনি আরও বলেন, আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এনজে  

গ্রেফতার দালাল পাসপোর্ট অফিস

বিজ্ঞাপন

ভোট সামগ্রী নির্বাচন কমিশনের হাতে
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭

আরো

সম্পর্কিত খবর