Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে দগ্ধ আরও এক শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তুরাগ দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও একজন শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ওই শিক্ষার্থীর নাম রোহান (১৪)।

ডা. শাওন বিন রহমান জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় রোহান হাসপাতালে ভর্তি হয়েছিল। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন সে সেরে উঠেছে। এ জন্য আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনো ১০ শিক্ষার্থী ভর্তি রয়েছে। ইনস্টিটিউটে ২০ জন মারা যায়।

সারাবাংলা/এসএসআর/এইচআই

চিকিৎসাধীন ঢামেক বিমান বিধ্বস্ত মাইলস্টোন ট্র্যাজেডি

বিজ্ঞাপন

৬ যমজ নবজাতকের ৫ জনই মারা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর