Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাফত মজলিসের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩০

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের কর্মসূচি ঘোষণা করছেন। ছবি: সারাবাংলা

ঢাকা: গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও উচ্চকক্ষ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ ছয় দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সব মহানগরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ড. কাদের বলেন, “আমাদের উদ্দেশ্য কোনো দলকে চাপে ফেলা নয়। আমরা চাই জাতীয় ঐকমত্যের প্রতিফলন ঘটুক। জুলাই জাতীয় সনদকে অবশ্যই গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।”

বিজ্ঞাপন

খেলাফত মজলিসের ছয় দফা দাবি

১. জুলাই সনদে স্বাক্ষরের দুই মাসের মধ্যে গণভোট আয়োজন করে এটিকে সাংবিধানিক ও আইনি বৈধতা প্রদান।

২. জুলাই সনদের রাষ্ট্রীয় নীতিমালা ও ব্যবস্থাপনাগত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন।

৩. সংবিধান-সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার (Proclamation) মাধ্যমে কার্যকর করা এবং ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো সংশোধন ছাড়াই তা অনুমোদন (Ratify) করা।

৪. উচ্চকক্ষ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়ন।

৫. প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল।

৬. জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

ড. কাদের সতর্ক করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানে সুস্পষ্ট পদক্ষেপ না নেয়, তবে খেলাফত মজলিস আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”

সারাবাংলা/এফএন/এসএস

কর্মসূচি খেলাফত ঘোষণা মজলিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর