ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি (আবাসন ভাতা) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং মৌখিক বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচন নিয়ে কথা বলছি। আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিয়েছি। ইউজিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত এই দাবি আদায়ে ব্যর্থ হয়েছে। প্রশাসন এক প্রকার তালবাহানা শুরু করেছে।’
এই দুটি বিষয়ে দাবি উত্থাপন করে তিনি বলেন, ‘সম্পূরক বৃত্তির আবেদন অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে সম্পূরক বৃত্তির অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। এ ছাড়া, জকসুর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য চলতি মাসের এক সপ্তাহের মধ্যে একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষক নিয়োগ দিতে হবে, যিনি জকসু নিয়ে কাজ করবেন। একইসঙ্গে, জকসু নির্বাচনের জন্য চলতি মাসের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন করতে হবে।’
লাগাতার কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীকাল থেকে ছাত্রশিবিরের ব্যানারে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। প্রথম ২-৩ দিন সফট কর্মসূচি যেমন দেয়াল লিখন, পোস্টারিং, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধন করা হবে। এরপরও দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করব।’