Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোহায় তৌহিদ-ইসহাক দার বৈঠক, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:১১

দোহায় তৌহিদ-ইসহাক দার বৈঠক। ফাইল ছবি

ঢাকা: দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাইডলাইনে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এ বৈঠক থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের দোহায় রোববার (১৪ সেপ্টেম্বর) জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন। এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার একটি বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষ কাতার এবং অন্যান্য মুসলিম জাতির ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। প্রসঙ্গত, চলতি বছর তৌহিদ হোসেন ও ইসহাক দারের মধ্যে এটি চতুর্থ বৈঠক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কাতারের ওপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। কাতারের দোহায় আজ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।

সারাবাংলা/একে/পিটিএম

ইসরায়েল ইসহাক দার টপ নিউজ তৌহিদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর