ঢাকা: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব দাবি জানায় সংগঠনটি।
দাবিগুলো হলো—
- সম্পূরক বৃত্তি বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে।
- আগামী সাত কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
- ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জকসু সংবিধি অনুমোদন করতে হবে।
- দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
- সাত একর জমিতে শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
এ সময় জবি বাগছাসের মূল সংগঠন আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের সঙ্গে সমন্বয় করে সম্পূরক বৃত্তি বিষয়ে স্পষ্ট ঘোষণা দিক কবে থেকে শিক্ষার্থীরা বৃত্তি পেতে যাচ্ছে। শিক্ষক শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জানাচ্ছি আওয়ামী ফ্যাসিবাদী আমাদের আমলারা বারবার শিক্ষার্থীদের বিষয়ে অসহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ও ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করতে হবে, যাতে সংবিধি অনুমোদনের পর কোনো অজুহাত না থাকে। একইসঙ্গে অবশ্যই সংবিধি অনুমোদনের ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি দ্রুত করতে হবে এবং ৭ একরে চলমান অস্থায়ী অবসর প্রকল্প দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
সংবাদ সম্মেলনে বাগছাসের নেতারা আরও জানান, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।