Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে র‍্যাব হেফাজতে আসামির আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭

সিলেটে র‍্যাব-৯ কার্যালয়। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামের এক হত্যা মামলার আসামি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

 রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানভীরের বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

র‍্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রোববার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

আত্মহত্যা আসামি সিলেটে র‍্যাব হেফাজত

বিজ্ঞাপন

৬ যমজ নবজাতকের ৫ জনই মারা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর