Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে নবীন বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. মো. আবদুল মান্নান।

সহকারী অধ্যাপক মো. আলসগীর ওসমান ভূঁইয়া ও হাসিনা জান্নাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর যুব ও আইন সম্পাদক কাজী মো. সিরাজুল ইসলাম, কসবা মহিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুয়েল ও ছাত্র শিবিরের সভাপতি মো. ইকরাম হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সারাবাংলা/এসআর

কসবা নবীন বরণ ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

৬ যমজ নবজাতকের ৫ জনই মারা গেল
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর