Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবতেদায়ি মাদরাসা দ্রুত এমপিওভুক্তির গেজেট প্রকাশের দাবি গোলাম পরওয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৩

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা অবিলম্বে এমপিওভুক্তকরণের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস বিবৃতিতে তিনি এ দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ইতোমধ্যেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শিক্ষার ধারায় অন্তর্ভুক্ত। তবুও দীর্ঘদিন ধরে এসব মাদরাসা ও এর শিক্ষক-শিক্ষার্থীরা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, শিক্ষকদের যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও অতীতের কোনো সরকারই তাদের আন্দোলনের প্রতি সাড়া দেয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সমান সুযোগ-সুবিধা পাওয়ার দাবি ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার। অথচ সরকারের ভেতরে থাকা একটি মহল এবং ইসলামবিরোধী শক্তি বিষয়টিকে নানা অজুহাতে আটকে রেখেছে। এর মধ্যেই কারিগরি ও মাদরাসা শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা অধিদফতর, ব্যানবেইস ও মাদরাসা বোর্ডের উদ্যোগে প্রস্তাবনা তৈরি করা হলেও তা এখনো অনুমোদিত হয়নি।

গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, ইতোমধ্যে ইবতেদায়ি মাদরাসার সব শিক্ষক সংগঠন ‘‘হয় দাবির বাস্তবায়ন, না হয় মরণ’’ স্লোগানে কর্মসূচি ঘোষণা করেছে। এই পরিস্থিতি অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং পতিত ফ্যাসিস্টরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। তাই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটাতে প্রধান উপদেষ্টাকে দ্রুত এমপিওভুক্তির গেজেট প্রকাশের আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/এসএস

ইবতেদায়ি এমপিওভুক্তি গেজেট গোলাম দাবি দ্রুত পরওয়ার প্রকাশ মাদরাসা

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর