Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক রামদেব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৯

রামদেব মাহাতো

চাঁপাইনবাবগঞ্জ: অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় বছরের দীর্ঘ কারাভোগের পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন ভারতীয় নাগরিক রামদেব মাহাতো। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

২০১৮ সালের ২৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে রামদেব মাহাতোকে আটক করা হয়। আদালত সাজা দিলেও তার সঠিক ঠিকানা না থাকায় মুক্তির পরও পাঁচ বছর তিনি কারাগারে ‘ঠিকানাবিহীন বন্দি’ হিসেবে পড়ে ছিলেন।

মানবাধিকার কর্মী মো. শামসুল হুদা বিষয়টি জানতে পেরে রামদেবকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তিনি রামদেবের গ্রাম ও পরিবারকে খুঁজে বের করেন। প্রায় ১১ মাসের প্রচেষ্টা শেষে অবশেষে ভারতীয় দূতাবাস থেকে ছাড়পত্র এনে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আজ সোমবার সোনামসজিদ স্থলবন্দরে রামদেবকে তার স্ত্রী গঙ্গা দেবী, ছেলে সুনীল মাহাতো এবং গ্রাম পঞ্চায়েত প্রধান লাল বাচ্চা যাদবের হাতে তুলে দেওয়া হয়।

শামসুল হুদা জানান, এ পর্যন্ত তিনি আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দেওয়ার ৮০টি মামলার মধ্যে ৫২টিতে সফল হয়েছেন। একইসঙ্গে ভারতের বিভিন্ন কারাগার থেকে আটক বাংলাদেশি নারী বন্দিদেরও দেশে ফিরিয়ে আনার কাজ করেছেন। বর্তমানে আরও বেশ কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন তিনি।

সারাবাংলা/এসএস

কারাভোগ ছয় বছর দেশে নাগরিক ফিরলেন ভারতীয় রামদেব শেষে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর