ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সই করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে শুরুতে ছয় মাস সময় দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। তবে কাজ শেষ না হওয়ায় প্রথম ধাপে মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
কিন্তু কমিশনের দায়িত্ব এখনও শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বহাল রাখা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মেয়াদ দ্বিতীয়বার বাড়ানোর ফলে কমিশনের হাতে এখন আরও এক মাস সময় থাকছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যেই কমিশন তাদের কার্যক্রম ও সুপারিশ চূড়ান্তভাবে জমা দেবে বলে আশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।