শুরুটা হয়েছিল দারুণ এক জয় দিয়ে। হংকংকে হারিয়ে এবারের এশিয়া কাপের যাত্রাটা দুর্দান্তভাবেই শুরু করেছিল বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে পরের ম্যাচে বাজেভাবে হেরে খাদের কিনারায় চলে গেছে লিটন দাসের দল। আজ আবুধাবিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। বাঁচা মরার এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর একাদশে একটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। লংকানদের বিপক্ষে মাঠে নামেননি দলের মূল পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে এসেছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
আজ আফগানদের বিপক্ষে একাদশে ফিরছেন তাসকিন। শরিফুলকে তাই একাদশের বাইরেই থাকতে হবে। পেস আক্রমণে তাসকিনের সঙ্গী থাকবেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।
ব্যাটিংটা বরাবরই ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতায় গত ম্যাচে ভরাডুবি হয়েছে দলের। শেষ ম্যাচে তাই দলে ঢুকতে পারেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। তাদের জায়গা করে দিতে বাদ পড়ার সম্ভাবনা আছে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের।
আজ রাত ৮.৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ শুরু পয়েন্টেই নয়, আফগানদের চেয়ে নেট রান রেটেও অনেকটা পিছিয়ে। আজ তাই শুধু জয় নয়, জয়ের ব্যবধানটার দিকেও নজর রাখতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ হাসান তামিম/সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়/নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।