Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন দূতাবাসে ১৭ মিনিস্টার-ফার্স্ট সেক্রেটারি নিয়োগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৯

ঢাকা: বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে ১৭ জন কর্মকর্তাকে মিনিস্টার (শ্রম) ও ফার্স্ট সেক্রেটারি বা প্রথম সচিব (শ্রম) পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে তাদের চাকরি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান জুবাইদা মান্নানকে ওমানের মাস্কটে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম) করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম), পরিকল্পনা কমিশনের উপ-প্রধান (উপ-সচিব) এসএম সাইফুর রহমানকে কুয়েত দূতাবাসে কাউন্সেলর (শ্রম) করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব মেহরুবা ইসলামকে ইতালীর মিলানে বাংলাদেশ কনসুলেট জেরারেলে প্রথম সচিব (শ্রম), সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) করেছে সরকার।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসানকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলে প্রথম সচিব (শ্রম), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আরিফ ফয়সাল খানকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সিনিয়ল সহকারী প্রধান ফারাহ তানজিলা মতিনকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম), রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক নূর আহমেদ মাসুমকে অষ্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদকে কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব মার্জিয়া সুলতানাকে গ্রীসের এথেন্সে প্রথম সচিব (শ্রম), প্রধান উপদেষ্টার কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক জাহির ইমামকে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সহকারী সচিব মাহিদ আল হাসান স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম), ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন মিসরের কায়রো বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব (শ্রম), নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈল রাশিয়ার মস্কোয় বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব (শ্রম) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ ইরফান উদ্দিন রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব (শ্রম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সারাবাংলা/একে/এসডব্লিউ

দূতাবাসে নিয়োগ মিনিস্টার-ফার্স্ট সেক্রেটারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর