Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব দিবস পালিত হয়েছে।

পাবনা: প্রার্থনা সভা , গঙ্গাস্নান, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে পাবনায় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে হিমাইতপুর বিশ্ব বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।

এ সময় প্রার্থনা সভায় বক্তব্য দেন ধৃতব্রত আদিত্য সম্পাদক সৎসঙ্গ বাংলাদেশ, অমল চন্দ্র রায় সৎসঙ্গ বাংলাদেশ নিখিল মজুমদার সহ-সম্পাদক সৎসঙ্গ বাংলাদেশ ঢাকা, ডাক্তার সুব্রত রায় পিন্টু কার্যকরী কমিটি সৎসঙ্গ বাংলাদেশ, সুপদ চক্রবর্তী সৎসঙ্গ বাংলাদেশ, কুঞ্জ বিহারী আদিত্য সভাপতি সৎসঙ্গ বাংলাদেশ।

বিজ্ঞাপন

জন্মোৎসবের আয়োজনে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কয়েক হাজার অনূকুল ঠাকুর ভক্ত অংশ নেন। পরে পদ্মা নদীর সম্বলপুর ঘাটে গঙ্গাস্নান শেষে শহরের পাথরতলা ঠাকুরবাড়ীতে বেদমাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন তারা।

বিকেলে শহরের গোপাল চন্দ্র ইনস্টিটিউট চত্বর মাঠে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।

জন্মোৎসব উপলক্ষ্যে পাবনা মানসিক হাসপাতালে উন্নত খাবার বিতরণ ও সাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

গঙ্গাস্নান প্রার্থনা সভা ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ আবির্ভাব দিবস শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর