ঢাকা: রাজধানীর শ্যামলীর শিশু মেলার সামনে ঝটিকা মিছিল থেকে করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিশু মেলার সামনে ঝটিকা মিছিলের সময় তাদেরকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমামুল হক সারাবাংলাকে বলেন, ‘তারা মিছিল করার জন্য ২৫ থেকে ৩০ জন জড়ো হয়েছিল। পরে খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে। তবে, তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।’