চট্টগ্রাম ব্যুরো: চৃট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছের খামারের জলাশয় থেকে হাত বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক যুবকের প্রায় গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে খুন করা হয়েছে বলে ধারণা তাদের।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর বেড়িবাঁধ এলাকায় একটি মাছের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। আনোয়ারায় একজন সিএনজি অটোরিকশা চালক নিখোঁজ আছেন। তাদের পরিবারের সদস্যরা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়েছিলেন। কিন্তু প্রায় বিকৃত হয়ে যাওয়ায় মরদেহটি ওই অটোচালকের কী না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজন মাছের প্রজেক্টের জলাশয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি- লাশটি অর্ধেক পানিতে ডুবানো এবং অর্ধেক পাড়ে ছিল। উদ্ধারের পর দেখা যায়, লাশের হাত পেছন থেকে বাঁধা এবং গলায় গামছা প্যাঁচানো। গলায় এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। পানিতে থাকায় লাশটি ফুলে প্রায় পচে গেছে।’
‘লাশ দেখে মনে হচ্ছে, তাকে দুই হাত বেঁধে ও গামছা দিয়ে মুখ বেঁধে গলা কেটে ও পিঠে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তিন-চারদিন আগে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। লাশের পরিচয় এখনও পাইনি। নিখোঁজ একজন অটোরিকশা চালকের পরিবার এসেছিল। তারাও নিশ্চিত করতে পারেনি।’
আঙুলের ছাপ নিয়ে কিংবা প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মনির হোসেন।