Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কমেছে ডিএসই-তে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। ব্যাংকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, সকালে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার মধ্যে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫০৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আজ ডিএসই-তে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।

এদিন ডিএসই-তে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২১টি কোম্পানির, বিপরীতে ১০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর