Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

গ্রেফতার আওয়ামী লীগ-যুবলীগ (কার্যক্রম স্থগিত) ও নিষিদ্ধ ছাত্রলীগের ৭ সদস্য। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঝটিকা মশাল মিছিলে ধাওয়া করে সাত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা আওয়ামী লীগ-যুবলীগ (কার্যক্রম স্থগিত) ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর বন্দর থানার বড়পুল মোড়ে ঝটিকা মশাল মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজন হলেন- ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) এবং মইন উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাঁচটি মশাল, ইটের টুকরো ও মোবাইল জব্দ করা হয়েছে। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে জানান, যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে মশাল, ইট-পাটকেল নিয়ে ঝটিকা মিছিল বের করার খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও সাতজনকে পুলিশ আটক করে।

বিজ্ঞাপন

মিছিলের সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় সাতজনকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ গ্রেফতার নেতাকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর