Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে নেই ভারত, ৭৭টি স্টল নিয়ে পাকিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: সার্কভুক্ত দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার –২০২৫’। তবে এই মেলায় ভারতসহ চারটি দেশের কোনো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে না।

মেলায় অংশ নেওয়া শতাধিক প্রতিষ্ঠান বা স্টলের মধ্যে পাকিস্তানের স্টল থাকবে ৭৭টি ও বাংলাদেশের ১৭টি। এর বাইরে আফগানিস্তানের ৫টি ও শ্রীলঙ্কার একটি স্টল মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে মেলা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই প্রদর্শনীর আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই)। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. জাফর ইকবাল এনডিসি ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জুলফিকার আলী ভাট।

ভারত, নেপাল, মালদ্বীপ ও ভুটানের কোনো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে না এবারের মেলায়। শুধু স্টলই নয়, সার্কের এই মেলায় অংশই নিচ্ছে না ভারত।

আয়োজকরা জানান, চার দিনের এই মেলা রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় থাকছে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকরা আরও জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। মেলাটি ২১ সেপ্টেম্বর চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

লিখিত বক্তব্যে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, ‘২০২৪ সালে পাকিস্তানের লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোতে এই ফেয়ারের সফল আয়োজন হয়েছিল। কলম্বোতে উদ্বোধন করেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুনাওয়ার্দেনা, এবং উপস্থিত ছিলেন সার্ক মহাসচিব অ্যাক্সেলেন্সি গোলাম সারওয়ার। সেই ধারাবাহিকতায় ঢাকার এই আয়োজন হবে আরও বড়, আরও ফলপ্রসূ এবং আরও ঐতিহাসিক হবে।’

তিনি বলেন, ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫ কেবল একটি প্রদর্শনী নয়, এটি হবে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্মাণের এক মাইলফলক। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতাকে আরও দৃঢ় করব, নতুন বাণিজ্য সুযোগ তৈরি করব এবং সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে যাব।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মেলা উপলক্ষ্যে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে ভারত জানিয়েছে, তারা এই মেলায় অংশ নেবে না। নেপালেরও অংশ নেওয়ার কথা ছিল, তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির কোনো স্টল মেলায় অংশ নিচ্ছে না। তবে মেলায় নেপালের প্রতিনিধিরা অংশ নেবেন। আর মালদ্বীপ ও ভুটানের কোনো স্টল মেলায় অংশ না নিলেও তাদের প্রতিনিধিরা মেলায় অংশ নেবেন।’

তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশের ১৭টি, পাকিস্তানের ৭৭টি, আফগানিস্তানের ৫টি ও শ্রীলংকার ১টি স্টল থাকবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ট্রেড ফেয়ার পাকিস্তান ভারত সাউথ এশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর