Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৫ জন। এর মধ্যে পুরুষ ৪২৬ এবং নারী ২৩৯ জন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, ঢাকা উত্তর সিটিতে ৮৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৯ হাজার ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওইবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর