Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নপত্র ফাঁসের নামে হাতিয়ে নিত লাখ লাখ টাকা, গ্রেফতার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ এ তথ্য জানান।

ওই শিক্ষার্থীর নাম মো. স্বাধীন মিয়া (২৩)।

সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংকালে ফেসবুক আইডি ‘ZahidKhan (All Exam Helper)’ (লিংক: https://www.facebook.com/61551081954991) থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদের ইত্যাদির এমসিকিউ পরীক্ষা শতভাগ কমন অরিজিনাল কপি সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান শনাক্ত করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে স্বাধীন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়। ৬ মাস ধরে স্বাধীন এ কাজের সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি রংপুরে। স্বাধীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাদে জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রীম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সে এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার ডিএমপি প্রশ্নপত্র ফাঁস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর