Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনে মোতায়েন করা হবে ২ হাজার পুলিশ

রাবি করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় আরএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এখানে আমাদের গোয়েন্দা দল কাজ করতেছে। তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করতেছেন। বিশ্ববিদ্যালয়ের সীমানা যেহেতু অনেক বড় এবং বিভিন্ন প্রবেশপথ রয়েছে সেহেতু আমরা কেন্দ্রভিত্তিক একটা বলয় তৈরি করব। আর তা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘নির্বাচন ঘিরে কোন জায়গায় কি-ধরনের নিরাপত্তা লাগবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সে-অনুযায়ী পরিকল্পনা সাজাব।’

সারাবাংলা/এনএমই/এসএস

নির্বাচন পুলিশ মোতায়েন রাকসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর