Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৯

বাংলাদেশ স্কাউটস ও আম্বার আইটি লিমিটেডের মধ্যে সমঝোতা সই

ঢাকা: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’। এতে কানেক্টিভিটি তথা ইন্টারনেট পার্টনার হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আম্বার আইটি এ তথ্য জানিয়েছে।

আইসিটি জাম্বুরিতে সর্বোচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস ও আম্বার আইটি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ স্কাউটসের পক্ষে সই করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক। আর আম্বার আইটি লিমিটেডের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল, কে এম কাউসার সাজ্জাদ সজল ও হাফিজুর রহমান এবং আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান হিটলার এ. হালিম উপস্থিত ছিলেন।

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’-এ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও গেমিং নিয়ে সেশন, রোবট প্রদর্শনী, প্রজেক্ট প্রতিযোগিতা, ক্যাম্পিং থাকবে। আম্বার আইটি এসব আয়োজনে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করবে এবং সবার জন্য ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করে দেবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইসিটি আম্বার আইটি স্কাউট জাম্বুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর