Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসনের লোভে পিআর চাইলে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে অথবা রাজনৈতিক হীন উদ্দেশ্যে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করা হলে তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত ও গণতান্ত্রিক পদ্ধতি। তার বাইরে গিয়ে কেউ যদি রাজনৈতিক স্বার্থে কিংবা কিছু আসনের লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চাপিয়ে দিতে চায়, তাহলে তা দেশের রাজনীতি ও জাতীয় জীবনে ভয়াবহ প্রভাব ফেলবে।’

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি কখনোই জাতীয় স্বার্থবিরোধী এমন প্রক্রিয়া মেনে নেবে না। মাঠের লড়াইয়ে জবাব মাঠেই দেওয়া হবে।’

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতে বিপজ্জনক নজির তৈরি করবে। যদি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করা হয়, তাহলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে। এরপর প্রশ্ন আসবে, নির্বাচন কাদের নিয়ে হবে? এতে জাতীয় ঐক্য ভেঙে যাবে, আর পতিত শক্তিগুলো সুযোগ নেবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।’

সালাহউদ্দিন মনে করেন, নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। এজন্য তিনি সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বৈধ প্রক্রিয়ার মাধ্যমে সংসদের ভেতরেই সংবিধান সংশোধন হতে হবে। বিএনপি এ ধরনের প্রস্তাবের পক্ষে থাকবে। তবে যেকোনো বিধান, যা ভবিষ্যতে অরাজকতা সৃষ্টি করতে পারে, সেটিকে বিএনপি সমর্থন করবে না।’

আলোচনার টেবিলেই সব সংকটের সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘জাতীয় জীবনে ঐক্য দরকার, সংঘাত নয়। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঐকমত্যের ভিত্তিতে এগোতে হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

পিআর বিএনপি সালাহউদ্দিন

বিজ্ঞাপন

জাপানিদের দীর্ঘায়ুর রহস্য
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর