Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসি’র নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

ঢাকা: ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার আসনব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য করণীয়-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নির্দেশনা জানানো হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। অর্থাৎ, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪-এর বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আটটি বিভাগীয় শহরে (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষায় অসদুপায় প্রতিরোধে শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা দিয়েছে পিএসসি।

১.  পরীক্ষার কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা নিষিদ্ধ। এসব সামগ্রীসহ পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. হলের গেটে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের।

৩. পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। সে নির্দেশনা অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীর কানের ওপর কোনো আবরণ রাখবেন না, খোলা রাখতে হবে। কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পিএসসি জানিয়েছে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সারাবাংলা/এনএল/এসএস

৪৭তম নির্দেশনা পরীক্ষার্থী পিএসসি বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর